বাংলা ১৪২৮ সালের বৈশাখে রবীন্দ্রনাথের জন্মদিনে প্রাতিষ্ঠানিক ভাবে জন্ম নিলো ঝিনুক আর তার সাহিত্য ঋতুপত চাঁদমারি। লেখক ও পাঠকদের সর্বাত্মক সর্মথন ও সহযোগিতা কামনা করছি। না, কোনো রাজনীতি দলাদলি বা মৌলবাদ-বিবাদ নয়। যতটুকু খবর সবার না জানলেই নয় ততটুকুই। আসলটা হলো সাহিত্য সংস্কৃতি চর্চা। পরচর্চা একেবারেই চলবে না। এতটুকু চিন্তা নিয়েই আমরা নেমে পড়েছি। প্রকাশক, আসাদ উল আলম শিকদার; সম্পাদক, মধুসূদন মিহির চক্রবর্তী।